আওয়ামী লীগ ক্ষমতায় আছে, থাকবে : সেলিম মাহমুদ
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, দেশের জনগণের ভালোবাসা নিয়ে বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামীতেও ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল হারানো যাবে না বরং আমাদের আত্মবিশ্বাস থাকবে আকাশচুম্বী। আমাদের প্রত্যেকটি কর্মীকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। ভিসা নীতি, এই নীতি সেই নীতি দিয়ে এবং কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশে নির্বাচন হবে জনগণের ইচ্ছায়। এদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিদেশিদের কথায় কিংবা ষড়যন্ত্রে কোনো লাভ হবে না এটি পরিষ্কার কথা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা একা নই, আমাদের সঙ্গে আমাদের বন্ধু রাষ্ট্র রয়েছে। আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমতে এদেশের মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আছি। আমাদের পায়ের নীচে মাটি আছে, হাত-পায়ে ও কণ্ঠে শক্তি আছে। আগামী নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে। একই সঙ্গে আমাদের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জিএম আতিক প্রমুখ।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/এমএএস