করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন কাদের মির্জা
করোনাভাইরাসের টিকা নিচ্ছেন মেয়র কাদের মির্জা
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন তিনি।
টিকা নেওয়ার পর কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, করোনার ভ্যাকসিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার। বিনামূল্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করে এই এলাকায় আমি উদ্বোধন করলাম। এ সময় তিনি জনসাধারণকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রথম ডোজ গ্রহণের ৬০ দিন পর দ্বিতীয় ডোজ নিলেন মেয়র আবদুল কাদের মির্জা। গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।
হাসিব আল আমিন/এসপি/জেএস
বিজ্ঞাপন