সাভারে দাফনের ২১ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য জামাল গোলদার নামের এক ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশনের ঘাসমহল এলাকা থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

জামাল গোলদার সাভারের রাজাশন এলাকার মৃত ফরিদ আহমেদ গোলদারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাজাশনের কাইজারটেক এলাকার ফোরকান হাকিম নামের এক ব্যক্তির বাড়ি থেকে জামাল গোলদারের মরদেহ উদ্ধার করা হয়। ফোরকান হাকিম নিহতের পরিবারের সদস্যদের জানান তিনি (জামাল গোলদার) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে ফোরকান নিহতের পরিবারসহ জামাল গোলদারের দাফন সম্পন্ন করেন। কিন্তু এরপর ফোরকান ঘরে তালা ঝুলিয়ে পরিবারের সকলকে নিয়ে পালিয়ে গেলে এলাকাবাসীসহ নিহতের পরিবারের সন্দেহ হয়। পরে ফোরকানের বিরুদ্ধে ওই ব্যবসায়ীকে নেশাদ্রব্য খাইয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের ভাই ইমরান হোসেন গোলদার বলেন, প্রথমে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। আসলে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এজন্য কবর থেকে ভাইয়ের মরদেহ উত্তোলনের জন্য আবেদন করেছিলাম। আদালত আমলে নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। 

এ বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল এসলাম নুর বলেন, আমরা আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি।

মাহিদুল মাহিদ/এমজেইউ