নীলফামারীর ডিমলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাতে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর এলাকার তিস্তা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। 

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজলার বাইশপুকুর চরে অজ্ঞাত পরিচয় ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে ডিমলা থানা পুলিশকে খবর দেয় বিজিবি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

ওসি বলেন, মরদেহেটির শরীরে ডান পা ও বাম হাতের কব্জি ছিল না। পরনে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজ একজনের।

 শরিফুল ইসলাম/এএএ