স্ত্রীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন জেসমিন আক্তারের স্বামী মাহমুদুল হাসান (ডানে সাদা শার্ট পরা)

দিনমজুর স্বামীর সংসারে অভাবেই দিন কাটছিল জেসমিনের। কোলে সন্তান আসার পর তার ভবিষ্যতের কথা চিন্তা করে তিন মাস আগে গার্মেন্টসে যোগ দিয়েছিলেন জেসমিন। বুধবার (১১ অক্টোবর) কর্মস্থলে যেতে মানা করেছিলেন স্বামী। কিন্তু আজকে বেতন দিতে পারে এমন কথা জানিয়ে কর্মস্থলের পথে রওনা দেন জেসমিন। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় ফিরলেন লাশ হয়ে।

ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী জেসমিন আক্তার (২০)। ছয় মাস বয়সী রোজা মনি নামের একটি মেয়ে রয়েছে এ দম্পতির। আজ সকালে মেয়ের দাদি হালিমা খাতুনের কাছে রেখে বাড়ি থেকে বের হয়েছিলেন জেসমিন।

নিহতের স্বামী মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ‘আজকে ফজরের আজানের সময় জেসমিন আমারে ঘুম থেকে তুলে দেয়। আমি ওরে বলছিলাম আইজকা কারখানাত যাওনের দরকার নাই। আজকে বেতন দিতে পারে এই কথা কইয়া সে বাড়ি থেকে বের হইলো। কইছিলো বিকেল ৫টার মধ্যে আইয়া পড়বো। কিন্তু ও আইলো লাশ অইয়া। আমার মাইয়্যাডার অহন কি অইবো, মা ছাড়া কেমনে বাঁচবো’, বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের বাবা আতিকুল ইসলাম মেয়ের মৃত্যুর খবরে ত্রিশাল থানা চত্বরে এসে আহাজারি করছেন। মেয়ের মর্মান্তিক মৃত্যুতে তিনি পাগলপ্রায়, বারবার মূর্ছা যাচ্ছেন।

নিহত জেসমিনের বাবা আতিকুল ইসলাম 

উল্লেখ্য, ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকার এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচজন মমেক হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানা পুলিশের ওসি মাইন উদ্দিন।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার খায়রুজ্জামান লিটন (২৮), বাড়েরারপাড় ভাটিপাড়া এলাকার শিমুল আহমেদ জয় (২০), ত্রিশাল উপজেলার দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), সাখুয়া ইউনিয়নের গন্ডখোলা এলাকার বখতিয়ার হোসাইন সোহেল (৩৫), ঈশ্বরগঞ্জের মারোয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০) এবং অন্য এক নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করেন এবং বাকিরা ভালুকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন।

উবায়দুল হক/এমজেইউ