তামাকমুক্ত দেশ গড়তে ৮ সুপারিশ
‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: তামাক কোম্পানি বেপরোয়া’ নিয়ে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে দুটি বেসরকারি সংগঠন। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও উপমা সমাজ উন্নয়ন সংস্থা নামের দুটি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে সুজন কুমার মন্ডল বলেন, দেশের পাঁচটি সিটি কর্পোরেশন, ১৬টি জেলা ও ৩২ টি পৌরসভা এলাকার ২২ হাজার ৭২৩টি বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হয়েছে। এই বিক্রয়কেন্দ্রগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায় ২৭ হাজার লঙ্ঘন চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, জয়পুরহাটে শহরের ২০টি স্থানে তামাক কোম্পনিগুলো প্রচারণা চালাচ্ছে। এই কাজে তারা তরুণদের ব্যবহার করে কিশোর ও তরুণদের ধূমপানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সিগারেট বিতরণ করছেন। তাছাড়া তারা ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন সামগ্রী উপহার দিচ্ছেন। তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করছেন। তারা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে নয়। তাদেকে আইনের আওতায় আনা জরুরি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আটটি সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো- দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা, টাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ, সভার সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি ও এর প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সুজন কুমার মন্ডল। এতে বক্তব্য রাখেন এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এনজিওর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, শাহজাহান সিরাজ মিঠু।
চম্পক কুমার/আরকে