গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন- রাজৈর উপজেলার পাট্রাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে রাব্বি শেখ (২০) এবং একই এলাকার আবু জাফর শেখের ছেলে মেহেদী শেখ (২০)। 

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে ছেড়ে যাওয়া সোনালি পরিবহনের একটি লোকাল বাস গোপালগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে টেকেরহাট- গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা টেকেরহাটগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাব্বি শেখ ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মেহেদী শেখকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এছাড়াও মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আশিক জামান/এএএ