ফাইল ফটো

করোনায় কুমিল্লা জেলায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮২ জনের। বৃহস্পতিবার গণ্যমাধ্যমকে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। 

সূত্র মতে, বৃহস্পতিবার কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে রয়েছেন সিটি করপোরেশন এলাকার ৫৭, চৌদ্দগ্রাম উপজেলার ৮, মুরাগনগর ও আদর্শ সদরের তিন, বুড়িচংয়ের চার, ব্রাহ্মণপাড়া ও চান্দিনার দুই, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জের একজন করে। এছাড়াও করোনায় মারা গেছেন পাঁচজন।
 
এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় তিনজন ও চান্দিনা উপজেলার দুই জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন জানান, এ পর্যন্ত কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জনের। করোনায় মারা গেছেন ৩১১ জন। 

আবু সুফিয়ান/এমএএস