রেল ব্রিজের স্লিপারে আগুন লাগে

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর রেল ব্রিজের স্লিপারে আগুন লেগে ধোঁয়া উড়তে থাকে। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছান ফায়ার সার্ভিরের কর্মীরা। তারা পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মালবাহী একটি ট্রেন অল্পের জন্য রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে গড়াই রেল ব্রিজে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। তখন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রেলওয়ের লোকজন এসে রেল যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে। তারা আগুনে পুড়ে যাওয়া ওই রেলের স্লিপার দ্রুত পাল্টে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এ ব্যাপারে কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সকালে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্লিপারের আগুন নিয়ন্ত্রণে আনেন। মাত্র একটি স্লিপারে আগুন লেগেছিল। স্লিপারটা অনেক পুরোনো। এখানে নাশকতার কোনো আলামত দেখা যায়নি।

রাজু আহমেদ/আরএআর