পঞ্চগড়ের আটোয়ারীতে পাওনা ৬ হাজার টাকা না দেওয়ায় শামিউল ইসলাম সয়নকে (২২) হত্যা করেন তার বন্ধু মুন্না ও মাসুদ রানা শুভ। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা শুভকে (২২) গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ। গত ১০ অক্টোবর রাতে গাজীপুরের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এমএম সিরাজুল হুদা।

পুলিশ সুপার বলেন, মুন্নার কাছে ৬ হাজার টাকা নিয়েছিলেন শামিউ ইসলাম। পাওনা টাকা না দেওয়ায় গত ৬ সেপ্টেম্বর সামিউল ইসলামকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাওয়ের যুবক মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তাকে নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার সময় তাদের মধ্যে মোটরসাইকেলেই বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শামিউল ইসলামকে মাথায় আঘাত করে তাকে মোটরসাইকেল থেকে ফেলে চলে যায় তারা। পরে ঘটনাস্থল হতে শামিউল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় শামিউল ইসলামের মৃত্যু হয়। 

নিহত শামিউল ইসলাম আটোয়ারীর রাধানগর ইউনিয়নের ছোটধাপ এলাকার রবিউল ইসলাম রবির ছেলে। আর অভিযুক্ত মুন্না ও শুভ ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।  

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ৩৪ দিনের মাথায় মামলার অন্যতম আসামি মাসুদ রানা শুভকে গত মঙ্গলবার রাতে গাজীপুরের আশুলিয়া থেকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তবে মামলার প্রধান আসামি মুন্নাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, বিশেষ গোয়েন্দা শাখার প্রধান মোক্তারুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে দোয়েল/এএএ