ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ফুলমতি (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৮ জনে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

ডেঙ্গুতে মারা যাওয়া ফুলমতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকার মো. হাকিমের স্ত্রী।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৫১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬৩ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৭৫ জন। এর মধ্যে ১৫ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুরে এ পর্যন্ত মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন মারা গেছেন। বাকি ৭৩ জনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। এডিস মশার বিস্তার ঘটতে পারে এমন পরিবেশ রাখা যাবে না। সচেতনতাই পারে আমাদের ডেঙ্গু থেকে নিস্তার দিতে।

জহির হোসেন/এমজেইউ