সিকিউরিটি গার্ডকে কুপিয়ে দুই চোরকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
কুমিল্লায় হাতেনাতে ধরা পড়া দুই চোরকে ফিল্মি কায়দায় হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় আবু বকর নামে এক সিকিউরিটি গার্ডকে কুপিয়ে জখম করা হয়। পাশাপাশি ব্যাপক তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বিকেলে কুমিল্লা বিসিক শিল্পনগরীর স্কাইল্যাব ফার্মাসিটিক্যালস লিমিটেডের পুরোনো একটি ভবনের মালামাল চুরির সময় দুই চোরকে আটক করা হয়। পরে তাদেরকে একই মালিকানাধীন এবিএস ক্যাবলসের প্রধান ফটকের ভেতরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় দা-ছেনিসহ দেশীয় অস্ত্র হাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল এসে ফ্যাক্টরির লোকজনের ওপর হামলা চালায়। তারা সিকিউরিটি গার্ড আবু বকরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুই চোরকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ভয়ে অন্যরা আত্মরক্ষার্থে কোম্পানির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে সন্ত্রাসীরা এবিএস ক্যাবলসের ফ্যাক্টরির জানালার কাচ, গেট ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে এলে দুই চোরকে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বিজ্ঞাপন
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম বলেন, আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আমরা সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করছি।
আরিফ আজগর/আরএআর