বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এ ঘটনায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ভিডিওতে দেখতে পাওয়া ওই নারী। ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার বিকেলে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি সামনে আসে।

জানা যায়, গত ৭ আগস্ট ওই নারীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মহিউদ্দিন নোটিশ পাঠান। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো জবাব দেননি সাবেক ডিসি হাবিবুর রহমান।  

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মহিউদ্দীন। মোবাইল ফোনে তিনি বলেন, বিয়ের কথা বলে ভুক্তভোগী নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সাবেক ডিসি হাবিবুর রহমান। কিন্তু পরে তিনি বিয়ে করতে রাজি হননি। ফলে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো জবাব দেননি তিনি। এ কারণে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব।

এ বিষয়ে কথা বলতে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত দুদিন ধরে বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমানের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। এসব ভিডিও ফেসবুক ম্যাসেঞ্জার, ইমো, হয়াটসঅ্যাপসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। জেলার একজন উচ্চ পদমর্যাদার কর্মকর্তার এমন কার্যক্রম নিয়ে সমালোচনা ও নিন্দা সচেতন মহলে।

খান নাঈম/এমএএস