সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে : জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জি এম কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এজন্য সব জেলায় কাউন্সিল করে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। সেই সঙ্গে প্রার্থী মনোনীত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতিটি আসনে কাজ করা হচ্ছে। আগামী নির্বাচনে গাইবান্ধার সবকটি আসনসহ ৩০০ আসনেই প্রার্থী দেব ইনশাআল্লাহ।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পরে গাইবান্ধা শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আব্দুর রশীদ সরকার। কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর বিভাগ ও গাইবান্ধার নেতারা সম্মেলনে উপস্থিত রয়েছেন।
রিপন আকন্দ/আরএআর