মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আবদুর রহমান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের কলম খাঁর কন্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবদুর রহমান ওই গ্রামের রোকন মাদবরের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটি তার মা চায়না আক্তারের সঙ্গে তাদের বাড়ির সামনে বিলপদ্মা নদীর তীরে ঘুরতে যায়। এ সময় সময় শিশুটি সেখানে খেলছিল। মায়ের চোখ ফাঁকি দিয়ে একটি ডোবার ভিতরে জমে থাকা পানিতে অসাবধানতার বসত পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে ওই ডোবার পানি থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় শহিদুল ইসলাম নামে একজন বলেন, বিকেলের শেষদিকে শিশুটি তার মায়ের সঙ্গে ঘুরতে বের হয়ে পানিতে পড়ে মারা যায়।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, একটি মর্মান্তিক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাকিব হাসান/এএএ