পূজায় ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিআইজি চট্টগ্রাম
নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) নুরে আলম মিনা।
শনিবার (২০ অক্টোবর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের শ্রী শ্রী রামচন্দ্র দেবের মন্দির ও রাধা মাধব মন্দির সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ডিআইজি নুরে আলম মিনা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে যেন সকলে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিতকরণে সদা জাগ্রত রয়েছে।
ডিআইজি আরও বলেন, নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে মন্দিরের পুরো এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। আমরা সেন্ট্রালি এসব মনিটরিং করছি। পূজায় যে কোনো প্রয়োজনে পুলিশকে তথ্য দিন। পুলিশ সার্বক্ষণিক কাজ করছি।
বিজ্ঞাপন
এসময় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, নোয়াখালী জেলায় এ বছর ১৮৫টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। সকল মণ্ডপের ভেতরে ও বাহিরে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সকলের দুর্গাপূজা আনন্দের সঙ্গে হোক সেই প্রত্যাশা করছি।
এরপর তিনি উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিবসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এবং বিভিন্ন মন্দির কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও সাধারণ দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরকে