ইটভাটার মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় ইট ভাটার মাটি চাপায় স্বপন (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এফ.বি.এম ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন নোয়াখালী শহরের মাইজদী এলাকার দুলালের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন পাওয়ারী জানান, স্বপন ওই ব্রিক ফিল্ডে ইট তৈরির কাজ করতো। কাজ করার সময় মাটির স্তূপ ধসে তিনি মাটি চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, শুনেছি ব্রিক ফিল্ডের মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/এএএ