ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প‌তিবার (২৬ অক্টোবর) থে‌কে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শনিবারের (২৮ অক্টোবর) ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার শুরু করেছে বলে বিএনপি অভিযোগ করলেও পু‌লিশ বল‌ছে কোনো কর্মসূ‌চি‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হ‌চ্ছে না। যারা আইনভঙ্গ কর‌ছে তাদেরকে শুধু গ্রেপ্তার ক‌রে আদাল‌তে সোপর্দ করা হ‌চ্ছে।

আদালত ও পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্প‌তিবার থে‌কে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচজন নেতা-কর্মী ও জামায়া‌তের পাঁচজন‌কে দু‌টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও বিচা‌রিক আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- হ‌রিপুর উপ‌জেলার মারাধার ওয়ার্ড বিএন‌পির সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য ফয়জুল ইসলাম মাস্টার, রুহিয়া থানার সেনুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পীরগঞ্জ উপজেলা জাবরহাট ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সোহানুর সেলিম সোহাগ ও একই ইউনিয়‌নের বিএনপির সদস‌্য মো. এনামুল হক।

অপর‌দি‌কে, গ্রেপ্তারকৃত জামায়াত-শি‌বিরের নেতাকর্মীরা হ‌লেন- মহসীন আলী, শামীম হো‌সেন, এনামুল হক, আব্দুল জব্বার ও লিয়াকত আলী।

ঠাকুরগাঁও আদালতের পু‌লিশ পরিদর্শক মো. আব্দুল ওয়া‌হেদ ঢাকা পোস্টকে ব‌লেন, দুই মামলায় বিএন‌পি ও জামায়া‌তের ১০ জন নেতাকর্মী‌কে আদাল‌তের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ হাসান/এমজেইউ