ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। গত কয়েকদিনে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা ঢাকায় পৌঁছান। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতেও অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, আমাদের পরিকল্পনার প্রায় দ্বিগুণ নেতাকর্মী সমাবেশে যোগ দিতে ঢাকাতে পৌঁছেছেন।

তিনি অভিযোগ করে বলেন, যশোরে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ধরপাকড় চালাচ্ছে। গত দুই দিনে প্রায় ৭০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আটকে রেখে কোনো লাভ হবে না, সমাবেশ সফল হবেই।

এদিকে, যশোরে বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিএনপির নেতৃবৃন্দের দাবি শনিবার বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ নেতাকর্মীদের অহেতুক আটক করছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের জানান, বিএনপির মহাসমাবেশ বলে কোনো কথা নয়। যশোর জেলা পুলিশ এমনিতেই কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া অহেতুক কাউকে আটক করা হচ্ছে না। ওয়ারেন্ট যাদের রয়েছে তাদেরকেই কেবল আটক করা হচ্ছে।

এ্যান্টনি দাস অপু/এএএ