যাত্রীর অভাবে বন্ধ বাস কাউন্টার
রাজধানীতে বিএনপির গণসমাবেশ সামনে রেখে নোয়াখালী থেকে কমেছে ঢাকাগামী বাসে যাত্রীর সংখ্যা। অল্প কিছু পরিবহন থাকলেও পর্যাপ্ত যাত্রী নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খালি পড়ে আছে ঢাকাগামী বাসের সিংহভাগ আসন। যাত্রী সংকটের কারণে পূর্বনির্ধারিত সময়ের যাত্রা বাতিল করেছে কিছু বাস। যাত্রী না পেয়ে বাধ্য হয়ে কাউন্টার বন্ধ করেছেন তারা।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরের সরেজমিনে নোয়াখালীর চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো যাত্রী নেই টার্মিনালে, নেই ঢাকাগামী কোনো বাস। কাউন্টারগুলো তালাবদ্ধ।
বিজ্ঞাপন
টার্মিনালের লাল সবুজ বাসের টিকিট বিক্রয়কর্মী মো. সুমন মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টা পর্যন্ত বাস চলেছে। তারপর থেকে যাত্রী নেই। মানুষ ভয়ে বের হচ্ছেন না। চার ঘণ্টা পরপর বাস ছেড়েও যাত্রী পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা কাউন্টার বন্ধ করে বাড়িতে চলে এসেছি।
কাউন্টারের সামনে দেখা হয় আরাফাত হোসেন নামের এক যুবকের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, সব পরিবহনের বাস আছে কিন্তু যাত্রী না থাকায় কেউ বাস ছাড়ছে না। সকালে কিছু বাস ছিল যাত্রীও ছিল। অনেকে বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে আবার অনেকে নোয়াখালী থেকে কুমিল্লা যাচ্ছে সেখান থেকে সুযোগ থাকলে ঢাকা যাবে।
বিজ্ঞাপন
নোয়াখালীর সোনাপুর বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস অগ্নিসংযোগসহ বাস ভাঙচুর হতে পারে, চালক-মালিকরা এমন আশঙ্কা থেকে বাস চালানো বন্ধ রেখেছেন। তাই ঢাকা থেকে কোনো বাস নোয়াখালী আসছে না এবং নোয়াখালী থেকেও কোনো বাস ঢাকায় যাচ্ছে না। তবে সকালের দিকে কিছু বাস চলাচল করেছে।
হাসিব আল আমিন/আরকে