নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল

নাটোরে নাশকতার চেষ্টাসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে বিএনপি-জামায়াতের আরও ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাদের আটক করা হয়। স্ব স্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে আটক করা হয়। এই দুইজনকে আজ আদালতে প্রেরণের কথা জানিয়েছেন সদর থানা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। এদিকে বড়াইগ্রামে ছাত্রদল নেতা নিশাতকে না পেয়ে তার বাবা আলহাজ শওকত হোসেনসহ চারজনকে আটক করা হয়।

এর আগে সোমবার রাতে নলডাঙ্গায় পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ দুইজন, লালপুরে দুড়দুড়ীয়া ইউনিয়ন শিবিরের সভাপতি জয়নাল আবেদীনকে আটক করা হয়। এ ছাড়া সিংড়ায় একজন এবং বাগাতিপাড়ায় দুইজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, একদিকে আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করছে। বিএনপি নেতা আফতাবকে গুলি করা হয়েছে, বেশ কয়েকজন নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তারা গুরুতর আহত। অন্যদিকে বিনা মামলায় নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এসব ঘটনার নিন্দা এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

গোলাম রাব্বানী/এমজেইউ