রাজশাহীতে দেশীয় অস্ত্র উঁচিয়ে একদল কিশোরের উল্লাসের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নগরীর শাহ মখদুম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পবা উপজেলার নতুনপাড়ার বাসিন্দা মাসুমের ছেলে সোহেল রানা (২১), রাজু আহমেদের ছেলে মনিরুল ইসলাম অপূর্ব (২২), নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম সম্রাট (২১), আব্দুর রহিমের ছেলে নাজমুস সাকিব আবির (২১), রিপন শেখের ছেলে মোহাইমিনুল শেখ (২০), জসীমউদ্দীনের ছেলে মো. জিসাদ (২০) ও বড় বনগ্রাম এলাকার আব্দুস সালাম হোসেনের ছেলে মারুফ হোসেন (২১)।

এর আগে গতকাল মঙ্গলবার দেশীয় অস্ত্র নিয়ে উল্লাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে নানা সমালোচনা হয়। বিষয়টি নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

উল্লাসের ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন কিশোর রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে। বাজনার তালে তালে তাদেরকে অস্ত্র উঁচিয়ে নাচানাচি করতে দেখা যায়।

এ বিষয়ে শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভিডিওটি ভাইরালের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাতজন কিশোরকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহিনুল আশিক/এমজেইউ