নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কনস্টেবলের ‘মিস ফায়ারে’ টিপু সুলতান নামের আরেক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবলের শরীরে কয়েকটি রাবার বুলেট বিদ্ধ হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে। 

ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় ফিরেছেন। তথ্যটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ। 

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজার থানা পুলিশে এক পুলিশ কনস্টেবল শটগান পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কনস্টেবল টিপু সুলতানের শরীরে কয়েকটি রাবার বুলেট বিদ্ধ হয়। দ্রুত ওই আহত কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে হাসপাতাল রিলিজ দিয়ে দেয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কনস্টেবল টিপু সুলতান খুব সামান্য আঘাত পেয়েছিলেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দিয়েছেন।

আরকে