বিএনপি- জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাস্তায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক। দেখা মিলছে যাত্রীদেরও। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা টহল দিচ্ছেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল আটটায় সরেজমিনে দেখা যায়, রাস্তায় শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। গণপরিবহনে অন্যান্য দিনের মতোই লাইন ধরে উঠছেন যাত্রীরা। গাড়িতে উঠতে বেশ লম্বা লাইনও চোখে পড়ে এ সময়। আনিস আহমেদ নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, যত কিছুই হোক, অফিস মিস করার কোনো সুযোগ নেই। তাই ঝুঁকি নিয়েই বের হয়েছি। তবে রাস্তায় এসে দেখলাম, জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। তবুও কিছুটা ভীতি তো কাজ করছেই। 

মৌমিতা পরিবহনের হেল্পার আলম বলেন, পাঁচজনের পরিবার আমার। একাই উপার্জন করি। সংসার চালাতে কাজে আসতেই হয়। তবে আজ রাস্তায় গাড়ি বেশি, যাত্রীও অনেক।

স্থানীয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি। টানা দুই দিনের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাই লাউ মারমা বলেন, পুলিশ প্রশাসন সার্বক্ষণিকভাবে সতর্ক দৃষ্টি রাখছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিপন সিকদার/এএএ