পিরোজপুর জেলা হাসপাতালের কেবিনের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত রোগী আকবর আলী মারা  গেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকবর আলীর ভাতিজা মনজুরুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৬ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনের ছাদের পলেস্তারা খসে আমার চাচার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। ওইদিন রাত ১টার দিকে তাকে প্রথমে খুলনার গরীব নেওয়াজ হাসপাতাল ও পরে আড়াইশ বেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে খুলনা সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শুরুর আগেই রাত ১টার দিকে তিনি (আকবর আলী) মারা যান।

নিহতের ছেলে আরিফ বিল্লাহ বলেন, আমার আব্বা গত রোববার (৫ নভেম্বর) হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেল ৩টার দিকে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তার পা ভেঙে যায়। এ ঘটনার পর তিন ঘণ্টা পার হলেও কোনো ডাক্তার, নার্স বা কর্তৃপক্ষ কোনো ধরনের খোঁজখবর নিতে আসেনি। এমনকি একটা এক্স-রে পর্যন্ত হাসপাতালে করা যায়নি। বাইরে থেকে এক্স-রে করাতে হয়েছে। পরে রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা নিয়ে যাই।

তিনি আক্ষেপ করে বলেন, পিরোজপুর জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের অবহেলা অত্যন্ত বেদনাদায়ক।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী ঢাকা পোস্টকে বলেন, আকবর আলী হার্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এমন দুর্ঘটনা হবে আমরা বুঝতে পারিনি। ছাদের পলেস্তারা খসে পড়ার মতো কোনো লক্ষণও ছিল না। আকস্মিক এ দুর্ঘটনায় আমরা দুঃখিত।

এমজেইউ