নোয়াখালীতে একদিনে ১১৫ প্রকল্পের উদ্বোধন
নোয়াখালীতে একদিনে ১৬০ কোটি টাকা ব্যয়ে ১১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম। শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।
এসময় মোরশেদ আলম এমপি বলেন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। সেনবাগের মানুষ উন্নয়ন দেখেছে। তার প্রমাণ হলো এক সঙ্গে ১১৫টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন রয়েছে। এসব ভবনের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম আরও শক্তিশালী হবে। শেখ হাসিনার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেছে এটা তারই প্রমাণ।
বিজ্ঞাপন
মোরশেদ আলম এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণে আমরা সবাই কাজ করছি। আমার এলাকার এমন বিদ্যালয় পাওয়া যাবে না যেখানে নতুন ভবন হয়নি। শিক্ষক-শিক্ষার্থীরা সেসব ভবনের মাধ্যমে উপকৃত হচ্ছে। এসব শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি সবার কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই। সামনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সরকার গঠনে সবার সহযোগিতা চাই।
এসময় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবিরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/আরকে