রাঙামাটির কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে ১১ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে ৯ কেজি। 

বুধবার (১৫ নভেম্বর) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার মো. সাগর বাড়ী থেকে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে হস্তান্তর করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, জঙ্গলে খাদ্য সংকটের কারণে এখন অনেক অজগরই লোকালয়ে আনাগোনা শুরু করেছে। এই অজগরটি রাঙামাটি থেকে উদ্ধার করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আমরা সাপটির নিরাপদ আবাসস্থল নিশ্চিতকল্পে জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি। সাপটির দৈর্ঘ্য ১১ ফুট এবং ওজন ৯ কেজি। 

মিশু মল্লিক/এএএ