কারামুক্ত হলেন পৌর মেয়র জাহাঙ্গীর
একমাস কারাভোগ শেষে মুক্ত হয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলগেট দিয়ে বাইরে বের হন তিনি। এ সময় দলীয় কোনো নেতাকর্মীকে জেলগেটে দেখা যায়নি। তবে গুটি কয়েক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দ্রুত চলে যান মেয়র।
গত ১৮ অক্টোবর আদালত অবমাননার দায়ে হাইকোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের প্রেক্ষিতে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছিলেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সেদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্ল্যাহ তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে সৈয়দ জাহাঙ্গীর আলমের দেওয়া এক বক্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১৭ আগস্ট আপিল বিভাগ জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন। পাশাপাশি ২৪ আগস্ট তাকে আদালতে হাজির হতে নিদের্শ দেওয়া হয়।
নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। সেদিন আদালতে হাজির হলে জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন আপিল বিভাগ। পরবর্তী সাতদিনের মধ্যে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
বিজ্ঞাপন
ইমরান আলী সোহাগ/আরএআর