করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় খুলনায় দোয়া মাহফিল

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, ফজলে হালিম লিটন, বজলুর রহমান, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, শেখ সাদী, গোলাম মওলা, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, শাহিনুল ইসলাম পাখি, হাসানুর রশিদ মিরাজ, শের আলম সান্টু, নাজমুল হুদা সাগর, ইকবাল হোসেন খোকন ও নাজির উদ্দিন।

রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ আসে। দলের পক্ষ থেকে এজন্য দোয়া কামনা করা হয়।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা ইতোমধ্যে শুরু হয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ মিলন/এএম