জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন
জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সদরের পাকারমাথা থেকে বটতলী সড়কের চকদাদরা ফকিরপাড়া গ্রামের খাড়ী ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি- বিএনপির সন্ত্রাসীরা পিকআপটিতে আগুন দিয়েছে।
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সন্ত্রাসীরা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন। ওই পিকআপটি খালি ছিল। রাতেই গাড়িটি র্যাকার দিয়ে নিয়ে আসা হয়েছে।
বিজ্ঞাপন
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মুহিউদ্দীন বলেন, রাত পৌনে ১০টার দিকে পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চম্পক কুমার/আরএআর
বিজ্ঞাপন