বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে দিরাই-শাল্লা ২ আসনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার মোটরসাইকেলের মহড়া ও শান্তি-উন্নয়ন সভা করেছেন। 

গতকাল রোববার (১৯ নভেম্বর) দিরাই উপজেলার কর্ণগাঁও এলাকা থেকে বিশাল মোটরসাইকেল মহড়া শুরু করেন তিনি। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে মহড়া এসে থামে থানা পয়েন্টে। এ সময় প্রদ্যুৎ কুমার দিরাই থানা পয়েন্টের বাগানবাড়ি সেন্টারে শান্তি ও উন্নয়ন সভায় শতশত মানুষের সমাবেশস্থলে তফসিল ঘোষণাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় প্রদ্যুৎ কুমার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানাই। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় সরকার গঠনের মাধ্যমে দিরাই-শাল্লাকে একটি সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়তে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের সাবেক অধ্যাপক মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও দিরাই কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিটু তালুকদার দিপুর সঞ্চাচলনায় বক্তব্য রাখেন, রফিনগর ইউনিয়ন যুবলীগ নেতা প্রদীপ দাস, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা জয়ন্ত সামন্ত, সিলেট বিভাগের মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সদস্য  পীযুষ কান্তি তালুকদার, সিলেট মহানগর ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি রতি রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি নীলপদ্ম রায় প্রান্ত, দিরাই উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মকসুদ আলম, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্তী প্রমুখ।

এমএএস