সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে আগুন : বিএনপির ৬ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাক পোড়ানোর মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকসহ ৬ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মহিষামুরা ও বগুড়া জেলার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দুলাল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সামা সরকার, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু ও সাবেক এমপি জামসেদ আলীর ছেলে ইমতিয়াজ খোকন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
বিজ্ঞাপন
তিনি জানান, নাশকতা মামলার সন্দেহভাজন আসামিরা কাজিপুরের মহিষাপুরা বাজার ও বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে রায়গঞ্জের তবারীপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান করে মিছিল ও পিকেটিং করে। তারা হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাকে আগুন দেয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক মো. সাইদুল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে গম বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
শুভ কুমার ঘোষ/এসকেডি