মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত মাস বয়সী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়কে বাসচাপায় নানি-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর ) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী জোহরা বেগম (৬৫) ও তার নাতি সাত মাস বয়সী শিশু আব্দুল্লাহ। আব্দুল্লাহ মেঘনা উপজেলার বড়কান্দী গ্রামের রাসেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শনিবার বিকেলে নাতি আব্দুল্লাহকে নিয়ে সোনারগাঁওয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন জোহরা বেগম ও তার পরিবারের সদস্যরা। বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে যান।

ব.ম শামীম/এএএ