গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

নিহত হাজতি গোলাপ রহমান (৬৩) চট্টগ্রামের চাঁদগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি ঢাকার পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার আসামি ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন গোলাপ রহমান। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাপ রহমানকে মৃত ঘোষণা করেন। তিনি রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার আসামি ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ নভেম্বর থেকে এ কারাগারের হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নেন।

ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে গোলাপ রহমানের মরদেহ রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ কারাগারে তার হাজতি নম্বর ৭৭৪/২৩ ছিল।

শিহাব খান/এসএসএইচ