কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ পাস করেছে। এ বোর্ড থেকে এ বছর ১ লাখ ১০ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৮৩ হাজার ৩৭০ জন পাস করেছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান এসব ফলাফল ঘোষণা করেন। পরে তা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়।
বিজ্ঞাপন
ঘোষিত ফলাফলে জানা গেছে, এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ড থেকে মোট ৪৬ হাজার ৯৪১ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ৩৪ হাজার ১৭৭ জন। অপরদিকে ৬৩ হাজার ৬৩৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৩ জন।
ছাত্রদের মধ্যে পাসের হার ৭২ দশমিক ৮১ শতাংশ। মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ এ ছাত্রদের তুলনায় এগিয়ে আছে ছাত্রীরা। কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৫২৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন আর ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩২ জন।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এএএ