রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩
রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ককটেল বিস্ফোরণে অটোরিকশার চালক ও একজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আটককৃতদের থানায় নিয়ে যায় পুলিশ।
বিজ্ঞাপন
আহতরা হলেন, অটোচালক নগরীর হেতেম খাঁ এলাকার আব্দুল জলিল (৪৫) ও যাত্রী আবুল বাশার। বাশারের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলায়। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আটককৃতদের তাৎক্ষণিক নাম জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
শাহিনুল আশিক/এএএ