আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি যদি এখনো বলে, তারা নির্বাচনে অংশ নেবে। তাহলে মনোনয়নপত্রের সময়সীমা বাড়িয়ে দেওয়া যেতে পারে। তবে নির্বাচন ওই ৭ জানুয়ারি হতে হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তাছাড়া এখন সবাই নির্বাচনে অংশ নিচ্ছে।

বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতি তিনি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক। এতে যদি আওয়ামী লীগের কেউ অংশ নিতে চায়, তাহলে তাদের বাধা-বিঘ্ন দেওয়া হবে না। নির্বাচন সকলের জন্য, সাধারণ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থা আছে। তাই এবারও সাধারণ জনগণ আওয়মী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। তারা দেখেছে এ সরকার আমলে কি পরিমান উন্নয়ন হয়েছে। এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিন মাদারীপুর-২ আসন থেকে টানা সাতবারের মতো আওয়ামী লীগ থেকে মনোনীত হওয়ায় শাজাহান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মাদারীপুর জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হাওলাদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে জেলা আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাকিব হাসান/আরকে