নোয়াখালীর সোনাইমুড়ীতে মো. জাকির হোসেন (৪৩) নামের ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর  ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

র‍্যাব জানায়, জাকির হোসেন খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি মামলাসহ ১৫ এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে সোনাইমুড়ীর ত্রাস। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। সে অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে জাকির হোসেন নানান অপরাধমূলক কাজ করে যেতেন জাকির। তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। সোনাইমুড়ী থানার মাধ্যমে তাকে আজ শুক্রবার (১ ডিসেম্বর) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

হাসিব আল আমিন/এমএ