দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি নির্বাচনী আসনে প্রার্থী যাচাই-বাছাইয়ে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাদের মনোনয়ন বাতিল করেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবু তোয়বুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তিজোটের আব্দুল মজিদ। তবে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন কমিশনে প্রার্থীতা ফেরত পেতে আপিল করতে পারবেন।

এদিকে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, বর্তমান সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ অন্য ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

এসকে দোয়েল/এএএ