পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন বাস্তবায়নে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রেয়েছে কর্তৃপক্ষ। এতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

ট্রাকের পাশাপাশি আটকা পড়েছে অন্যান্য যানবাহন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এ নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও যানবাহন পারাপারে উভয় ঘাটে দুটি ফেরি রাখা আছে।

তিনি বলেন, লকডাউনের কারণে ঘাট পার হতে আসা পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে ট্রাকচালক ও শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। উভয় ঘাট এলাকায় ১৭টি ফেরি নৌঙর করে রাখা হয়েছে। 

জিল্লুর রহমান আরও বলেন, কঠোর বিধি-নিষেদের কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বলে পারাপার করা হবে। এসব পণ্যবাহী ট্রাককে রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নৌ-পথ পারাপারের বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।

সোহেল হোসেন/এএম