জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে বগুড়ার দুপচাঁচিয়ায় কোদালের আঘাতে আব্দুল হাকিম মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বাঁকপাল গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল হাকিম মন্ডল বাঁকপাল গ্রামের মৃত মোছো মণ্ডলের ছেলে।

দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাতে তিনি ঢাকা পোস্টকে বলেন, হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী বেলাল হোসেনের জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব ছিল। এর জেরে আজ মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলাকালে বেলাল হোসেনের কোদালের আঘাতে আব্দুল হাকিম মণ্ডল মাটিতে পড়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসাফ-উদ-দৌলা নিওন/এমজেইউ