সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং তফসিল বাতিলের দাবিতে দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিল করার প্রস্তুতিকালে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খানকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর বাগবাড়ির নরসিংটিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের সমর্থনে আজ নগরীর বাগবাড়ি এলাকা থেকে মহানগর স্বেচ্ছাসেবক দল মিছিল করার প্রস্তুতি নেয়। এ সময় কোতোয়ালি মডেল থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদ ফজলের নেতৃত্বে একদল পুলিশ ধাওয়া করে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খানকে আটক করে। পরে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এসে তাদের কোতোয়ালি থানায় নিয়ে যান।

ওসি আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, নাশকতার একাধিক মামলার আসামি মাহবুবুল হক ও আফসর খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাসুদ আহমদ রনি/এমজেইউ