আইনজীবী সমিতিতে অভিযোগ করলেন ভুক্তভোগী সেই বিচারপ্রার্থীরা
আইনজীবী এবং সহকারীদের (মোহরার) হাতে মারপিটের শিকার হওয়া সেই বিচারপ্রার্থীরা (মক্কেল) তাদের ওপর হামলার বিচার চেয়ে আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নাটোর আইনজীবী সমিতিতে এসে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী মো. আসাদুজ্জামান লিখন।
লিখিত অভিযোগপত্রে মো. আসাদুজ্জামান লিখন উল্লেখ করেন, গত রোববার লিখনসহ তার ভাই মো. সাইদুজ্জামান লিমন, মো. খালেকুজ্জামান লালন, মো. হামেদুর রহমান বন্ধন, মো. হান্নান আলী মিঠু, মো. জামাল হোসেন এবং মো. জাহেদ আহম্মেদ (সাজিদ) মোহরকয়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক মন্ডলের দায়ের করা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা এবং জবাব দাখিল করে কোর্টচত্ত্বরে বকুল গাছ তলায় অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে অ্যাডভোকেট মো. শাহ মুখদম (রূপম) তার জুনিয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট হাসানুজ্জামান সৈকতসহ মহরারকে সঙ্গে করে আমাদেরকে বাঁশের লাঠি দ্বারা অর্তকিতভাবে আক্রমণ চালিয়ে মারপিট করে। এ ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা দেখে এর সুষ্ঠু বিচারের আবেদন করেছেন ভুক্তভোগীরা।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মো. আসাদুজ্জামান লিখন বলেন, গতকালকের ঘটনায় আজ (সোমবার) আমরা সশরীরে উপস্থিত হয়ে জেলা আইনজীবী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অফিসে ছিলেন না। তবে আমরা তাকে জানিয়ে সমিতির অফিসে অভিযোপত্র জমা দিয়েছি।
তিনি বলেন, সমিতির নেতারা আমাদের আশ্বস্ত করেছেন মিটিং করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী বলেন, গতকালের ঘটনায় কয়েকজন আইনজীবী এবং মোহরারের বিরুদ্ধে সমিতিতে লিখিত অভিযোগ এসেছে। আগামীকাল (মঙ্গলবার) দুপুরে সমিতির সভা ডাকা হয়েছে। সেখানে সিসিটিভি ফুটেজ দেখে সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় সমিতির নেতৃবৃন্দ বিব্রত হয়েছে। যার কারণে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নাটোর আইনজীবী সমিতির নতুন ভবনে বেশ কয়েকজন বিচারপ্রার্থীকে বেধরক পেটান আইনজীবী ও তাদের সহকারীরা। বিচারপ্রার্থীদেরকে মারপিটের ঘটনাটি জানাজানি হলে এবং বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়লে শহরজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
গোলাম রাব্বানী/এমএএস