ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রীণ টাউন সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহীদ মেজর সালাউদ্দিন মোড় এলাকার মুক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোড় এলাকার মুক্তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গ্রীণ টাউন সার্ভিসের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের চালক রুবেল বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যায় রাস্তার পাশে গাড়ি পার্কিং করে বাড়িতে যাই। কিছুক্ষণ পরেই আশপাশের মানুষের শোর চিৎকারে বাড়ি থেকে বের হয়ে দেখি গাড়িতে আগুন জ্বলছে। পরে সকলের চেষ্টায় পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিভিয়েছি। তারপরও গাড়ির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

তারেক চৌধুরী/এএএ