বরিশালের ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় টিকে যাওয়া ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলি (লাঙ্গল) ও এনপিপির মো. তুহিন (আম)।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে তৃণমূল বিএনপির শাহজাহান সিরাজ (সোনালি আঁশ), কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস (গামছা), জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন (লাঙ্গল), আওয়ামী জোটের রাশেদ খান মেনন (নৌকা), এনপিপির সাহেব আলী (আম), স্বতন্ত্র প্রার্থী একে ফাইজুল হক (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (ঢেঁকি)।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া (লাঙ্গল), ওয়ার্কাস পার্টির টিপু সুলতান (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির আজমুল হাসান জিহাদ (ছড়ি), তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান (ট্রাক)।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে জাতীয় পার্টির মো. মিজানুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু (ছড়ি) ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ (ঈগল)।

বরিশাল-৫ (সদর) আসনে এনপিপির আব্দুল হান্নান (আম), আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক শামিম (নৌকা), বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান (ছড়ি), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন (ট্রাক)।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত মেজর হাফিজ মল্লিক (নৌকা), তৃণমূল বিএনপির টিএম তুহিন (সোনালি আঁশ), জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. মহসীন (মশাল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মাইনুল ইসলাম (ডাব), এনপিপির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী সামচুল আলম চুন্নু (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সাগর (রকেট), স্বতন্ত্র প্রার্থী শাহাবাজ মিঞা (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান (তরমুজ)।

এদিকে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা উচ্চ আদালতে বহাল বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, আমাকে প্রার্থীর সমর্থকরা মৌখিকভাবে জানিয়েছেন। কিন্তু উচ্চ আদালতের আদেশের কোনো কাগজ এখনো হাতে পাইনি। কাগজ পেলে সাদিক আব্দুল্লাহকে প্রতীক দেওয়া হবে।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ