‘বসবাসযোগ্য চুনারুঘাট-মাধবপুর উপহার দেওয়ার জন্য এসেছি’
‘আমি আপনাদেরকে আমার স্বপ্নের কথা বলে যাচ্ছি। যদি ৭ তারিখে আপনারা আমাকে সম্মানিত করেন তাহলে আমার স্বপ্ন হলো- আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাইনোরিটি কোনো মহিলার ওপর কোনভাবেই কোনো নির্যাতন করা যাবে না। কোনোভাবেই পশু-পাখি, গাছপালা অন্যায়ভাবে কাটা যাবে না। আমাদের এলাকায় পানি, বালু, বাতাস নষ্ট করে এ রকম লোকের সঙ্গে আমি কখনো সংসার করব না। ৫ বছরের জন্য মানুষ এমপি হয়, কিন্তু আমি ৫ বছরের জন্য আসি নাই। আমি আগামী প্রজন্মকে একটা বসবাসযোগ্য চুনারুঘাট-মাধবপুর উপহার দেওয়ার জন্য এসেছি।’
হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক পেয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রতীক পেয়ে আজ
বিজ্ঞাপন
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাটে প্রথম নির্বাচনী পথসভায় এসব কথা বলেন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চুনারুঘাট শহরের মধ্যবাজারে হাজারো মানুষের উপস্থিতিতে এই পথসভায় তিনি তার গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন।
ব্যারিস্টার সুমন আরও বলেন, যে মিছিল করে আপনারা আসছেন এটা শুধু ৭ তারিখের মিছিল না। আগামী ৫ বছর চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নের ইতিহাস বদলে দেওয়ার মিছিল এটা। আপনারা মনে রাইখেন যারা এই মিছিলে আসছেন, যারা আসবেন, তাদেরকে আমি ছাড়ব না। আগামী ৫ বছর আপনাদেরকে সাথে নিয়ে মরা গাঙকে জেতা করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে নির্বাচনে এসেছি। আপনারা যে যা-ই বলেন না কেন মানুষের অনুভূতির চেয়ে বড় কিছুই হতে পারে না, মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না। আপনাদের সাথে নিয়েই চুনারুঘাট-মাধবপুরের উন্নতি করতে চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি দেখাতে চাই প্রকৃত সৈনিক হলে কীভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায়।
ব্যারিস্টার সুমন বলেন, আপনারা যারা আসছেন, আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা এইবার দেখিয়ে দিয়েছেন, বাপ নাই একটা এতিম ছেলেরে কীভাবে এতবড় ভালোবাসার মানুষ বানাইয়া দিছেন।।
আজহারুল মুরাদ/আরএআর