হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ট্রাক ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপি-জামায়াতের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, হরতাল চলাকালে মঙ্গলবার দুপু্রে রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ এলাকায় একটি বাস, দুটি মালবাহী ও একটি পণ্যবাহী কার্গো ভাঙচুরের এ ঘটনা ঘটে। এসময় ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলার চেষ্টাও করা হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২৫০/৩০০ জনকে।

আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে। তবে তদন্তের স্বার্থে নামীয় আসামিদের পরিচয় জানাতে চাননি তিনি।

রিপন আকন্দ/এমএএস