ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ৭২ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। তাদের মধ্যে শুক্রবার (১৬ এপ্রিল) মারা গেছেন তিন নারীসহ চারজন।

তারা হলেন ময়মনসিংহ সদরের রেণু দে (৬৭), পুষ্পা রানী (৬৫), মোতালেব মিয়া (৪৫) ও টাঙ্গাইলের রোজী বেগম (৪৫)।

বৃহস্পতিবার মারা গেছেন নেত্রকোনার মনোয়ারা বেগম (৭০)। বুধবার ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল জলিল (৭৪) ও হালুয়াঘাট উপজেলার প্রদীপ চিজিমের (৬৭) মৃত্যু হয়। তারা সবাই ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার পৃথক সময়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রেণু দে ও আব্দুল জলিল করোনভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ২৩ জন, ভালুকার ১১, ত্রিশালে দুই, মুক্তাগাছা, হালুয়াঘাট, ফুলবাড়িয়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জের একজন করে।

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মো. কামরুল হাসান ভূঞাঁ বলেন, ময়মনসিংহে এ পর্যন্ত ৫ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬৬ জন।

উবায়দুল হক/এএম