কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর ঈগল পাখি প্রতীক সমর্থন করায় চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চান্দিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারীদের বিরুদ্ধে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহিচাইল ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 এ সময় জহিরুল ইসলামের গাড়ি ভাঙচুর করেন নৌকার সমর্থকেরা। আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা একটি ক্লিনিকে ভর্তি করেছেন। 

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার মহিচাইল ইউনিয়নের গজারিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর পোস্টার টানাতে ৩-৪ জন নেতাকর্মী নিয়ে যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম। এ সময় গজারিয়া এলাকায় এলে নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারীরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে তাদের পোস্টার টানাতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠি বের করে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে জহিরুল ইসলাম মারাত্মক আহত হন। তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন প্রাণ গোপাল দত্তের অনুসারীরা। 

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। 

আরিফ আজগর/আরএআর