মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সােমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্প করা হয়েছে। সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীকের) কর্মী-সমর্থকরা আমাদের নির্বাচনী ক্যাম্পে রাখা বাঁশ ও কাগজ দিয়ে তৈরি একটি বড় নৌকা ভেঙে দেয় এবং নৌকার পক্ষে না থাকার জন্য হুমকি দিয়ে তারা চলে যায়।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায় নৌকার কর্মী-সমর্থকরা। এসময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন বলেন, আমরা নৌকার পক্ষে কাজ করলেও উত্তেজনাকর কথা না বলার জন্য সবাইকে অনুরোধ করেছি। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছিন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

মেহেরপুর-২ আসনের নৌকা মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগের প্রস্তুতি চলছে।

ওসি তাজুল ইসলাম বলেন, উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ভাঙচুরের ঘটনা তিনি অস্বীকার করে বলেন, তেমন কিছু নয় শুধু নৌকাটা বাঁকা করে দেওয়া হয়েছে আর কিছু পোস্টার ছিড়েছে।
এখনও বিষয়টি তদন্তাধীন।

আকতারুজ্জামান/আরকে